অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা-বাণিজ্য সহজ করা। গত ১৬ বছরে কোনও রকমের নিয়ম নীতি মানা হয়নি।
ব্যাংকগুলোতে ১৮,০০০ কোটি টাকা শর্টেজ এমনিতেই হয়নি। আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি। ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা যা আছে তা কমাতে চাই।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) এক প্রতিনিধি দল।
বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন প্রতিনিধিদলের উদ্দেশ্যে একথা বলেন। সাক্ষাৎকালে ব্যবসা সহজীকরণ, শিপিং সুবিধা, ট্যারিফ হ্রাস, বন্দরের জটিলতা, যানজট এবং ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।