ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারীদের গোসলের ভিডিও করা নিয়ে বাকবিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলার টিঘর এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে টিঘর এলাকার দিঘীতে গোসল করতে যান সর্দারবাড়ীর মো: হুমায়নের স্ত্রীসহ আরো বেশ কয়েকজন নারী। এসময় দিঘীর পাড়ে বসে নারীদের ভিডিও ধারণ করছিলেন লাল আবু বাড়ির মো: হাকিমসহ তার কয়েকজন বন্ধু। ভিডিও ধারণ করার বিষয়টি টের পেয়ে বাড়িতে গিয়ে স্বামী হুমায়ুনকে এ ব্যাপারে জানান তার স্ত্রী।
এ বিষয় নিয়ে হুমায়ুন এবং হাকিমের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এ খবর দুইপক্ষের লোকজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।
এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারীদের গোসলের ভিডিও করায় দুপক্ষের সংঘর্ষের বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।