সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বগুড়ার শেরপুরে

সাংবাদিক হীরার ওপর হামলার অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় ব্যক্তিগত অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুজ্জামান হীরা (৫৩) শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরিফুজ্জামান হীরা দৈনিক জবাবদিহি পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মো. উজ্জল হোসেন (৫০) এর কাছ থেকে পূর্বে কিছু টাকা ধার নেন। পরবর্তীতে ওই টাকা পরিশোধ করা হলেও উজ্জল আরও টাকা দাবি করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলছিল

হীরা জানান, ৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্থানীয় মাথাইল চাপড় বাজারে গেলে অভিযুক্ত উজ্জল তার সঙ্গে দেখা করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে নিষেধ করায় উজ্জল হঠাৎ তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি চালান এবং চোখের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উজ্জল ধারালো চাকু হাতে নিয়ে তার বাড়িতে এসে মেইন গেটে লাথি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকির মধ্যে তার পরিবারের সদস্যদের ‘তুলে নিয়ে ধর্ষণ’ করার হুমকিও দেওয়া হয়, যা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বুলু মিয়া ও হাবিবুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত উজ্জল হোসেন এ বিষয়ে বলেন, “আমি শুধু তার কাছে পাওনা টাকা চেয়েছি। কিন্তু সে উল্টো আমাকে হুমকি দিয়েছে। আমি গায়ে হাত তুলিনি, তবে কিছু কথাবার্তা হয়েছে।”

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ

পহেলা বৈশাখে ইলিশের দেখা নেই, দাম ছুঁয়েছে আকাশ!

পহেলা বৈশাখের আগমুহূর্তে উৎসবের সাজে সেজেছে গোটা দেশ। কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী পান্তার সঙ্গে ইলিশের জুড়ি মেলানো যেন এবার সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে...

নববর্ষের সকালে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

চৈত্রের শেষ দিন আর নতুন বছরের নববর্ষের সকালে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের আটটি বিভাগে বজ্রসহ...

পহেলা বৈশাখে ইলিশের দেখা নেই, দাম ছুঁয়েছে আকাশ!

পহেলা বৈশাখের আগমুহূর্তে উৎসবের সাজে সেজেছে গোটা দেশ। কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী পান্তার সঙ্গে ইলিশের জুড়ি মেলানো যেন...

নববর্ষের সকালে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

চৈত্রের শেষ দিন আর নতুন বছরের নববর্ষের সকালে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী...

ইসরায়েলি হামলায় পুলিশ কমান্ডার নিহত

গাজা উপত্যকার পশ্চিম খান ইউনিসে ইসরায়েলি এক হামলায় শহীদ...