মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো: মাহবুবুল হক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও এই মামলা আরও দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন, গাজী সাহগীর হোসেন ও ইমদাদুল হক।