সাতক্ষীরার শ্যামনগরে এক সরদারের বাড়ি থেকে ৪৫টি পদ্মগোখরা সাপ উদ্ধার হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খাগড়াঘাট গ্রামের মহিউদ্দীন সরদারের বাড়ি থেকে এ সাপগুলো উদ্ধার করা হয়।
মহিউদ্দীন সরদারের ভাতিজা জান্নাতুল নাঈম বলেন, বাড়িতে সাপ আছে এমন ধারণা ছিল আমাদের সবার। কিন্তু এতোগুলো সাপ ছিল, তা জানা ছিল না আমাদের। আজ সকালে বাড়ির একটি প্রাচীর ভাঙতে গিয়ে প্রথমে ১টি বাচ্চা সাপ দেখা যায়। পরে ওই সাপটিকে মেরে ফেললে বেশকিছু সাপের ডিম দেখা যায়।
এরপর সাপুড়েকে খবর দেয়া হয়। পরে সাপুড়ে এসে প্রাচীরের ভেতর পদ্মগোখরা সাপের বাসার সন্ধান পান। সেখান থেকে দুটি বড় পদ্মগোখরা সাপ ও ৪২টি বাচ্চা উদ্ধার করেন তিনি। এসময় একটি সাপরে বাচ্চা মারা যায়।