মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো:জাকির হোসেন মঙ্গলবার (২১ জানুয়ারি) এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে , সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা ঢাকার ১টি ফ্ল্যাট,৩টি গাড়ি ও ১টি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আর নাঈমুর রহমান দুর্জয় ও স্ত্রী ফারহানা রহমানের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তা বলেন, সাবেক সাংসদ দুর্জয় তার সম্পদ অন্য কোথাও হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, সেজন্য স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলে জনান তিনি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর স্ত্রীসহ নাঈমুর রহমান দুর্জয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। এরপর ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। আর ১৮ ডিসেম্বর দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।