আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন থেকে টানা ৮ম বারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ৩১ জুলাই নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। ২০১৩ সালের নভেম্বনরে অন্তর্বর্তী মন্ত্রিসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন শাজা