সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ মে) সকালে জৈন্তাপুর উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলো।
প্রতক্ষ্যদর্শী ও বাসযাত্রী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে পাখিটিকি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদের মধ্যে উল্টে পড়ে যায়। ঘটনার পর-পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে।
গুরুতর আহতরা হলেন, নিজপাট কমলাবাড়ী গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪) ও একই গ্রামের মো: ছায়েদ আলীর ছেলে মো: আব্দুল মুতালিব (৬০)। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনার বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র আমাদের টহল টিমের সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।