“এ অর্জন শুধু আমার নয়, পুরো প্রাণিসম্পদ পরিবারের”—এমনই আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বললেন বগুড়া সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: রায়হান। ২০২৫ সালের ইনোভেশন শোকেসিং-এ প্রথম স্থান অর্জন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই কর্মকর্তা।
বুধবার (০৭ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ভেটেরিনারি কাউন্সিলে আয়োজিত এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জল হোসেন।
এই অনুষ্ঠানে অংশ নেয় মন্ত্রণালয়ের অধীনস্থ ৮টি অধিদপ্তর—মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, মৎস্য উন্নয়ন করপোরেশন, এবং অন্যান্য প্রতিষ্ঠান।

সারা দেশ থেকে নির্বাচিত ৩৮ জন মাঠপর্যায়ের উদ্যমী ও সৃজনশীল কর্মকর্তা তাদের উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন এই শোকেসিং-এ।
প্রতিটি আইডিয়া বিচার-বিশ্লেষণ করে মন্ত্রণালয় ও অধিদপ্তরের যৌথ মূল্যায়ন কমিটি চূড়ান্ত ফলাফল নির্ধারণ করেন।
‘অর্থ পুষ্টি নারী—জীবন্ত ব্যাংক প্রতিটি বাড়ি’ এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. মো: রায়হান ৩৮টি আইডিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেন।
দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং তৃতীয় স্থান পান মৎস্য অধিদপ্তরের আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ ইনোভেশন অফিসার, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, আট অধিদপ্তরের মহাপরিচালকগণ, মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি ও অন্যান্য অতিথিবৃন্দ।
এই অর্জনের পেছনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. রায়হান। তিনি কৃতজ্ঞতা জানান ডা. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; ডা. মো: আনিছুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার, বগুড়া এবং ডা. মো: রুস্তম আলী, ভেটেরিনারি অফিসার, জয়পুরহাটসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি।