শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

হাতে মেহেদি দিয়ে ‘এস’ লিখে কাকে ইঙ্গিত দিলেন পরীমণি?

বিশেষ সংবাদ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিলেন। ঈদুল ফিতর উপলক্ষে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাতে মেহেদির রঙে বিশেষ এক অক্ষর লিখে ভালোবাসার বার্তা দিলেন তিনি।

সোমবার (৩১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি। ছবিতে দেখা যায়, তাঁর হাতে ক্যানোলা পরা এবং মেহেদির রঙে আঁকা ‘এস’ অক্ষর। অসুস্থ হলেও ঈদের আনন্দ ভাগ করে নিতে মেহেদি পরার এই উদ্যোগ নিয়েছেন বলে ইঙ্গিত দেন তিনি।

ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, “ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্য ধৈর্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।”

কিন্তু নেটিজেনদের দৃষ্টি সবচেয়ে বেশি কেড়েছে তাঁর হাতে লেখা ‘এস’ অক্ষরটি। পোস্টের মন্তব্যের ঘর লিমিটেড থাকায় সরাসরি প্রতিক্রিয়া জানাতে না পারলেও ছবিটি শেয়ার করে এ নিয়ে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেক ভক্তের মতে, এই ‘এস’ অক্ষরটি জনপ্রিয় তরুণ গায়ক শেখ সাদীর নামের প্রথম অক্ষরের প্রতীক। এর আগে একাধিকবার ফেসবুকে পোস্টের মাধ্যমে দু’জনের ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে।

এর আগেও পরীমণি বেশ কয়েকবার নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়ে পোস্ট করেছেন। একইভাবে শেখ সাদীও ফেসবুকে বিভিন্ন ছবি শেয়ার করে তাঁদের সম্পর্কের বিষয়ে জানান দিয়েছেন।

তবে, এই ‘এস’ আদৌ শেখ সাদীর নামের প্রথম অক্ষর কিনা, নাকি অন্য কোনো বার্তা বহন করছে—তা খোলাসা করেননি পরীমণি। তাই ভক্তদের কৌতূহল এখনো কাটেনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ