নরসিংদী মাধবদীতে টানা ৩২ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ১০ম শ্রেণির শিক্ষার্থী মো: সুমন মিয়া (২০) মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুমন মিয়া বড় ভাই মো: জুলহাস মিয়া । নিহত সুমন মিয়া মাধবদী পৌর শহরে সিদ্দিক নগরের মৃত মো: হাসান আলীর ছেলে। তিনি মাধবদী জলপট্টি দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিক থেকেই সুমন অংশগ্রহণ করে। বারবার চেষ্ট করেও তাকে আটকানো যায়নি। আন্দোলন চলাকালীন মাধবদী থানার সামনে গত ২২ জুলাই (সোমবার) সুমন পিঠে গুলিবিদ্ধ হয়। এরপরই তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। শুক্রবার সকালে সুমন মারা যায়।
সুমনের ভাই জুলহাস মিয়া জানান, আমাদের বাবা নেই। তাই লেখা-পড়ার পাশাপাশি সবজি বিক্রি করে সংসার চালাতে সাহায্য করতো সুমন। মাকে নিয়ে মাধবদীর সিদ্দিক নগরে ভাড়া বাসায় থাকতো। এই পরিশ্রমী ছোট্ট ভাইটাকে নিয়ে আমার পরিবারের অনেক স্বপ্ন ছিলো। আমার ভাই হত্যার সঠিক বিচার চাই।