জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে যদি ৪০% ভোট না পড়ে, তাহলে ওই আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়াও নির্বাচনব্যবস্থা নিয়ে আরো নানা সুপারিশ উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে।
বুধবার (১৫ জানুয়ারি) নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তাদের প্রতিবেদন কাছে জমা দেয়। এই কমিশনের প্রধান মো: বদিউল আলম মজুমদার।
প্রতিবেদনের নির্বাচনী ব্যবস্থা অংশে কোনও আসনে যদি ৪০% ভোট না পড়লে তাহলে পুনর্র্নিবাচনের সুপারিশ করা হয়েছে।
এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিলের কথা বলেছে কমিশন। এই প্রতিবেদনে নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকেও অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে তারা।
এর পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা, সব রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেয়া নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে ‘না-ভোটে’র বিধান প্রবর্তন করার সুপারিশও এসেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে।
জাতীয় নির্বাচনে না-ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা ও পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনে কোনও প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করার কথাও এখানে বলা হয়েছে।