আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভারতের মাছ রফতানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেয়া হল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রফতানিকারকদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী (২৪ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রফতানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
তবে উল্লেখিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। যেসব ইলিশ রফতানিকারকরা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদনের করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।