বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তার মৃত্যুতে চলচ্চিত্রপাড়া ও অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। যদিও তার মৃত্যুর সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন।
তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে পুরনো একটি ছবি শেয়ার করে মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন। ক্যাপশনে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না… শান্তিতে ঘুমাও মুকুল।”
১৯৯৬ সালে টিভি ধারাবাহিক ‘মুমকিন’-এর মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন মুকুল। এরপর ‘এক সে বাড়কর এক’ সহ বেশ কিছু জনপ্রিয় শো-তে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। তিনি ‘ফেয়ার ফাংশন ইন্ডিয়া’র প্রথম সিজনের উপস্থাপকও ছিলেন।
চলচ্চিত্রে তার অভিষেক ঘটে মহেশ ভাট পরিচালিত থ্রিলার ‘দাস্তাক’ দিয়ে, যেখানে তিনি পুলিশ অফিসার এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।
এরপর ‘দিল কি সাফাই’, ‘কাগার’, ‘সোনি’, ‘জুলম’, ‘ইনসানিয়ত’, ‘ব্রাদার্স ইন ট্রাবল’, ‘রক্ত’সহ বহু হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা ও মালয়ালম ছবিতে অভিনয় করে শক্ত অবস্থান গড়ে তোলেন। বলিউডে তার সর্বশেষ উপস্থিতি ছিল ‘আন্ত দ্য ইন্ড’ সিনেমায়।
বাংলা সিনেমার দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ। ‘আওয়ারা’, ‘বচ্চন’ ও ‘সুলতান: দ্য স্যাভিয়র’-এ জনপ্রিয় অভিনেতা জিৎ-এর সঙ্গে কাজ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মুকুল ছিলেন একজন পেশাদার পাইলটও। ভারতের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন এবং লাইসেন্সপ্রাপ্ত পাইলট হিসেবে কাজও করেছেন।
মুকুল দেবের জন্ম ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর, একটি পাঞ্জাবি পরিবারে। বলিউড অভিনেতা রাহুল দেব তার বড় ভাই। দুই ভাই-ই অভিনয়জগতে নিজেদের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
তার মৃত্যুর খবরে বলিউড অঙ্গনে শোক নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুল দেবের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।