শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক, দেশের মানুষের সমর্থন নেই: জয়

বিশেষ সংবাদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড. ইউনূসকে শুরুতেই আক্রমণ করলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, এ সরকার অসাংবিধানিক। কারণ এ সরকারের নিকট বাংলাদেশের মানুষের সমর্থন নেই। কেউ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি। বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন সজিব ওয়াজেদ জয়। খবর আনন্দবাজার।

যুক্তরাষ্ট্র থেকে জয়ের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা (এএনআই)। সেখানেই তিনি বলেন, আমরা সকলে চাই বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরে আসুক। যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। কয়েক জনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই বাংলাদেশের সংবিধানে। বাংলাদেশে ১৬ কোটি মানুষ রয়েছেন। সেখানে ২০ থেকে ৩০ হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু। তারা কখনও সরকার ঠিক করতে পারেন না। এই সরকারের জন্য দেশের জনগণ কেউ ভোট দেননি।

অন্তর্বতী সরকার ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা ছেলে বলেন, এই সরকার ক্ষমতায় এসেছে এখনও এক সপ্তাহও হয়নি। তারা আদৌ বাংলাদেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে পারবে কি না, তা নিয়ে আমার‌ প্রচণ্ড সন্দেহ রয়েছে। ক্ষমতায় আসা এক জিনিস, আর দেশ চালানো আর এক জিনিস। নতুন এই সরকারের কথা দেশে কে শুনবে? আমাদের দল আওয়ামী লীগের ১০ কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে। তারা তো কখনও এ সরকারকে সমর্থন করেননি। তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না। এই সরকার কীভাবে এই সরকার দেশ চালাবে আমরা দেখব

নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন, ড. ইউনূস গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন। ইতিমধ্যেই এ সরকার ভুল কাজ করতে শুরু করেছে। তারা জানিয়েছে, নির্বাচন তাদের অগ্রাধিকার নয়। অগ্রাধিকার হল সাবেক প্রধানমন্ত্রীর ভুলের বিচার। কিন্তু তাদের বাংলাদেশ সংস্কারের অধিকার তো জনগণ দেননি! বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই। এ ভাবে দেশ চলতে পারে না।

তিনি আরও বলেন, তার মা আর কখনও রাজনীতিতে ফিরবেন না। কারণ তার মা অত্যন্ত হতাশ। কিন্তু তার পরে আর একটি সাক্ষাৎকারে হাসিনার পুত্র দাবি করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন। তিনি নিজেও বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূসকে প্রধান করে আপাতত অন্তর্বর্তী সরকার গঠিত হবে। গত বৃহস্পতিবার সেই সরকার শপথ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে ১৬ জন উপদেষ্টাও রয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যে মন্ত্রণালয় বন্টন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্টের নিউইয়র্কের একটি...

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি...

ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো: শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার...

আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা: হাসনাত

আ.লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা...