অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া পুরান পাড়া এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আটককুতরা হলো, উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মো: আলীর ছেলে রহিম (১৮) এবং ১০ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো: জাকারিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ২ যুবক সোমবার (০১ এপ্রিল) কাজের সন্ধানে সাবেক ইউপি সদস্য মো: মোক্তার আহমদের বাড়িতে আশ্রয় নেয়। এরপর মঙ্গলবার দুপুরে মোক্তার আহমদের বাড়ি থেকে শিশু ওসমান মোক্তান আমিনকে (৪) অপহরণ করে পাহাড়ে সুপারি বাগানে নিয়ে যায় ওই দুই যুবক।
পরে অনেক খোঁজা-খুঁজির পর সেদিন রাতে ওই ২ যুবককে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা মোক্তার মেম্বারের শিশুকে পাহাড় থেকে ক্যাম্পে নিয়ে গিয়ে পরে মুক্তিপণ দাবি করত।
অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো: মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত ২ যুবককে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।