কক্সবাজারে বিপুল পরিমাণ বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারী) রাতে কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেগিল্লার বিল এলাকায় অভিযান চালিয়ে ২৪২টি বিয়ার ক্যানসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার মো: নুরুল সালামের ছেলে মো: আলম (২৯)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো: আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (১০ জানুয়ারী) রাতে র্যাব-১৫ এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার আলমের বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি তাদের সাঙ্গে থাকা ৩টি মাদকের বস্তাসহ পালানোর চেষ্টা করলে ১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে এ সময় অপরজন মাদকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বসত ঘর তল্লাশী করে ও মাটির নিচে বিশেষ কায়দায় পুঁতে রাখা বস্তার ভিতর থেকে সর্বমোট ২৪২টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ও পলাতক আসামিরা বিদেশী বিয়ার ক্যান বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁরা ওই স্থানে অবস্থান করছিল।
কক্সবাজারে বিপুল পরিমাণ মাদকসহ আটকের বিষয়ে তিনি আরও বলেন, উদ্ধারকৃত বিয়ারের ক্যানসহ গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।