কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৪ আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেফতারের বিষয়ে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল (এইচ এম) মো: সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাশকতা সৃষ্টির লক্ষে ক্যাম্পের ১টি ঘরে আরসার সদস্যরা গোপনে বৈঠক করছিল। এমন তথ্য পেয়ে র্যাব-১৫ এর ১টি দল সেখানে অভিযান চালায়। সে সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। কয়েক ঘন্টাব্যাপী গোলাগুলির চলা পর আরসার ৪ সদস্য পালিয়ে যায়। বাকি ৪ সদস্যকে ওই ঘর থেকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সময় তাদের কাছ থেকে ৫টি অস্ত্র, কার্তুজসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।