কক্সবাজার থেকে পিকনিক শেষে মাদারীপুরে ফেরার পথে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা ও ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেদিন রাতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো: রবিউল ইসলাম এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের মো: জালাল মোল্লার ছেলে হৃদয় হাসান (২০), একই গ্রামের মৃত মো: আব্দুল মালেক আকনের ছেলে শামীম আকন (২০), মো: সয়োরায় ফরাজীর ছেলে সানজিদ ফরাজী (১৯), চরপুঠিবাড়ি গ্রামের মো: সিরাজ ফকিরের ছেলে নাসির ফকির (৩০), রাজৈর উপজেলার আমবাগ কুঠিবাড়ি (মুক্তারকান্দি গুচ্ছগ্রাম) এলাকার মো: জালাল শেখের মেয়ে রুমি আক্তার (২২) এবং একই উপজেলার আলম দস্তার ব্রিজ এলাকার মো: বাদল শরীফের মেয়ে তানিয়া ইসলাম (২৩)।
জানা গেছে, মঙ্গলবার কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার ১টি বড় চালান আসছে এমন গোপন খবর পেয়ে মাদারীপুরের কুনিয়া এলাকায় তল্লাশি চৌকি বসায় র্যাব। এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি জব্দ ও ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার থেকে মাদারীপুরে ইয়াবা চালানের বিষয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসার জড়িত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।