বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বগুড়ায়

কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

বিশেষ সংবাদ

বগুড়া শহরের কালিতলা মোড়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সংঘটিত এক হৃদয়বিদারক ঘটনার পর শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

আহত পুলিশ সদস্যরা হলেন, বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে কালিতলা মোড়ে দুজনের মধ্যে মারামারির খবরে ঘটনাস্থলে ছুটে যান এসআই ও এএসআই। ঘটনাস্থলে গিয়ে তারা একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পান এবং সেখান থেকে আহত অবস্থায় এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে যেতে গেলে হঠাৎ একদল যুবক, যাদের মধ্যে বেশিরভাগই কিশোর, পুলিশের ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মুহূর্তেই মব তৈরি করে পুলিশ সদস্যদের ওপর কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি আহত পুলিশদের ফেলে রেখে তারা জোরপূর্বক মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তা এখন আশঙ্কামুক্ত।”

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত নারী ও পুরুষ সরকারি হাসপাতালে চিকিৎসা না নেওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এই হামলার ঘটনাটি বগুড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় ডেভিল হ্যান্ট-এ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

নওগাঁয় ডেভিল হ্যান্ট-এ ছাত্রলীগের বদলগাছী উপজেলার বঙ্গবন্ধু কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন (২৫) কে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে...

পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা, দামে আগুন

রমজানে স্থিতিশীল থাকা পেঁয়াজের বাজার হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়ে গেছে। যেখানে গত...

নওগাঁয় ডেভিল হ্যান্ট-এ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

নওগাঁয় ডেভিল হ্যান্ট-এ ছাত্রলীগের বদলগাছী উপজেলার বঙ্গবন্ধু কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন (২৫) কে আটক করেছে...

পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা, দামে আগুন

রমজানে স্থিতিশীল থাকা পেঁয়াজের বাজার হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে...

শতবর্ষের ঐতিহ্যবাহী শুঁটকি মেলা এখনো জীবন্ত

বিনিময় প্রথার স্মৃতিচিহ্ন আর লোকজ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি, এটাই কুলিনকুন্ডা শুঁটকি মেলা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিনকুন্ডা গ্রামে...

পাবনায় আদালতের এজলাসে পুলিশ সদস্যকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক

পাবনায় আদালতের এজলাসে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বিএনপির...