কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে মো: আকবর আলী ওরফে একাব্বর মেম্বার (৫৯) নামে এক সাবেক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ঘাতক ছেলের মা মোছা: সাহেরা বানু (৫৫)।
শনিবার (০৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর জ্যোতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে মো: সাজেদুল ইসলামকে (৩৬) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকবর আলীর ৩ ছেলের মধ্যে সাজেদুল মানসিক ভারসাম্যহীন। সাজেদুলের অনেক চিকিৎসা করালেও সে সুস্থ হয়নি। তবে সে সংসারের সব রকম কাজকর্ম করে। সকালে ভুট্টা ক্ষেতে পানি দিয়ে বাড়ি ফেরে সে। এ সময় বাবা আকবর আলী তাকে খাওয়া-দাওয়া করে ফের ভুট্টা ক্ষেতে পানি দিতে যেতে বলেন। কিন্তু ভাত খাওয়ার জন্য সাজেদুল রান্না ঘরে গিয়ে দেখতে পান পাতিলে ভাত নেই।
এতে সে রেগে গিয়ে ধারালো ছুরি দিয়ে মা সাহেরা বানুকে আঘাত করে। স্ত্রীকে বাঁচানোর জন্য আকবর আলী এগিয়ে গেলে সাজেদুল ওই ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। ছুরির আঘাতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুত্বর আহত হন। এ সময় আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে শনিবার বিকাল ৪টার দিকে আহত আকবর আলী মারা যান। তবে সাহেরা বানু গুরুতর আহত অবস্থায় রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক সাজেদুল ইসলামকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।