কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুপুয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা। গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর এলাকার মো: নাজমুল হাসান (২০) ও একই এলাকার মো: রাকিব হোসেন (২০)।
জানা গেছে, বুধবার (৬ মার্চ) দুপুরে একদল পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় রাকিব হোসেন ও নাজমুল হাসানের গতিবিধি সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে নবরত্ন তেলের প্যাকেটের ভেতরে স্কচটেপে মোড়ানো ১টি পিস্তল জব্দ করা হয়। এ সময় ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলিও জব্দ করা হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক, এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, জব্দ বিদেশি পিস্তলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকার মো: রাহাত নামের এক যুবকের। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গতকাল বিকেলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।