কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কোচিং সেন্টারে ঢুকে মো: গোলাম রসূল লিটন (৪৬) নামের এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক সাফায়াত আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত গোলাম রসূল লিটন নলকুঁড়ি গ্রামের মো: তফাজ্জল হোসেনের ছেলে। আর অভিযুক্ত সাফায়াত আলী একই গ্রামের মো: শাহ আলমের ছেলে। নিহত গোলাম রসূল লিটন স্থানীয় ১টি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। এর পাশাপাশি তিনি বাড়ির পাশে নিজের ১টি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে লিটন নিজের কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত আলী সেখানে হাজির হয়ে শিক্ষক লিটনকে ধারালো অস্ত্র দিয় এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই লিটন মারা যান। খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় ঘাতক সাফায়াতকে গ্রেফতার করে সদর দক্ষিণ থানা পুলিশ।
কোচিং সেন্টারে ঢুকে এক শিক্ষককে কুপিয়ে হত্যার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে সাফায়াতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।