গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত নুরনবীর ছেলে মো: আসাদুজ্জামান হিরু (৫৫), একই এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে মো: খোকা মিয়া (৬০) ও দারিয়াপুর এলাকার মৃত আসমত ব্যাপারীর ছেলে মো: মোজাম্মেল হক (৫২)।
শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২ টার দিকে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো: কামাল হোসেন। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করা হয়।
গাইবান্ধায় অস্ত্র-গুলিসহ আটক ৩, এ বিষয়ে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার (এসপি) কামাল বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে গাইবান্ধার সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
এসময় ওই এলাকার নির্মানাধীন একটি বিল্ডিং এর একটি কক্ষের বালুর নিচে লুকানো কালো রংয়ের ১টি দেশীয় তৈরী এক নলা বিশিষ্ট ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ ঘটনার মূল আসামী মো: আসাদুজ্জামান হিরুকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর আসামী মোজাম্মেল হক ও খোকা মিয়াকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককতৃদের মধ্যে আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধ্যে ২টি চুরি ও চাঁদাবাজীসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে মামলা
দায়ের করা হয়েছে।