গাইবান্ধায় রোকনুজ্জামান ইমরান (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবা টাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। এরআগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো: রোকনুজ্জামান ইমরান উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মো: গোলাপ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার একটি টিম শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবা টাবলেট জব্দসহ আসামি মো: রোকনুজ্জামান ইমরানকে আটক করা হয়।
গাইবান্ধায় ফেন্সিডিল-ইয়াবাসহ মাদক কারবারি আটক এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আটককৃত আসামি ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।