গাইবান্ধায় ২ লাখ ১৫ হাজার জাল টাকাসহ আটক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ মো: লাভলু (৫০) নামের ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি মোড় থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুল আলম শাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো: লাভলু নাটোর জেলার সদর উপজেলার উত্তরপাটুয়াপাড়া গ্রামের মৃত মো: ইব্রাহিম মোল্লার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২ লাখ ১৫ হাজার জাল টাকাসহ তাকে আটক করা হয়। লাভলু অস্ত্র, জাল টাকা ও মাদকের ৫টি মামলার আসামি।
গাইবান্ধা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার (২৭ ডিসেম্বর) রাতে এক গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার ১দল পুলিশ রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কে শহরের মায়ামনি মোড়ে অবস্থান করে। সে স্থানে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ১ ব্যক্তি পালানোর চেষ্টা করে। তখন ওই ব্যক্তিকে আটক করলে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২ লাখ ১৫ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলু বলেন, সে নোটগুলো রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে সংগ্রহ করে গোবিন্দগঞ্জসহ বরিশাল ও নাটোরে সরবরাহ করতে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধায় ২ লাখ ১৫ হাজার জাল টাকাসহ আটকের বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুল আলম শাহ জানান, আটক লাভলুর বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, জাল টাকা ও মাদকসহ ৫টি মামলা রয়েছে। আসামী লাভলুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।