গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো: জালাল উদ্দিন রুমিকে (৪০) করেছে থানা পুলিশ। তিনি বিস্ফোরকদ্রব্য আইনে মামলার প্রধান আসামি। শুক্রবার (৩১ মে) রাতে তাকে তার বাসার সামনে থেকে আটক করা হয়।
আটককৃত জালাল উদ্দিন রুমি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি সোনারপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, গত (২১ মে) ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দিনে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া এলাকায় একাধিক বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে জালাল উদ্দিন রুমিকে প্রধান আসামি করে ১৩৩ জনের নাম উল্লেখসহ ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামি করে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার (৩১ মে) রাতে তাকে তার বাসার সামনে থেকে আটক করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুমি আটকের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, আটককৃত জালাল উদ্দিন রুমি ওই মামলার প্রধান আসামি।
শনিবার (০১ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।