গাইবান্ধার সাদুল্লাপুরে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কের ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এসব তথ্য জানান সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান। আটককৃতরা হলো, মোহাম্মদ নাজমুল হক কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর এলাকার মো: সিদ্দিকুর রহমানের ছেলে (২৮) এবং মো: খোকন মিয়া দেওয়ানী খামার এলাকার মো: বেলাল হোসেনের ছেলে (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টার দিকে সাদুল্লাপুর থানা পুলিশের একটি দল ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী পাথর বোঝাই ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ নাজমুল হক এবং খোকন মিয়াকে আটক করা হয়। সেই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গাইবান্ধার সাদুল্লাপুরে গাঁজা উদ্ধারসহ আটকের বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক বহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।