গাজীপুরের অস্ত্রধারী সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: রাশেদুজ্জামান মাসুমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাবা মো: ফজল হাজির জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বিরোধপূর্ণ একটি জমি মাপার সময় ব্যক্তিগ একটি শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেন মাসুম।
সেই মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শনিবার (২০ এপ্রিল) রাতে গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশ তাঁকে ডেকে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর শটগানটি জব্দ করা হয়। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সৈয়দ রাফিউল করীম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের দেশীপাড়া এলাকার মো: হারুন অর রশিদ এবং তার স্বজনরা পারিবারিক জমি মাপ দেওয়ার সময় ১৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিপ্রার্থী মো: রাশেদুজ্জামান মাসুম নিজের একটি শটগান এনে জমি মাপতে বাধা দেন। এ সময় তিনি হারুন অর রশিদকে গুলি করে বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। রবিবার এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন পদক্ষেপ নেয়।
গাজীপুরের অস্ত্রধারী স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান জব্দের বিষয়টি নিশ্চিত করে জিএমপি সদর থানার ওসি সৈয়দ রেজাউল করিম জানান, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা ইতিমধ্যেই অভিযুক্ত সুমনকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রটি উদ্ধার করেছি।
এটি তার লাইসেন্স করা একটি অস্ত্র। কিন্তু প্রকাশ্যে ওই অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি দেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে। সেইসাথে আদালতের অনুমতি সাপেক্ষে সাধারণ ডায়েরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।