গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারাবারীকে আটক করেছে র্যাব-৬। রবিবার (১৭ মার্চ) সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাদের আটক করে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
এ সময় আটককৃতদের কাছ থেকে গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ হয়েছে। এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলো, মো: আজিজ শেখ (২৬), জাবেদ হোসেন(২৩), মো: ইমানুর রহমান (২১) ও আরিফ হোসেন(২৬)। এদের মধ্যে প্রথম ২ জনের বাড়ি গোপালগঞ্জে এবং পরের ২ জনের বাড়ি চট্রগামে।
গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারাবারীকে আটকের বিষয়ে র্যাব-৬ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।