চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মোতালেবের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় তার সমর্থক এক ইউপি চেয়ারম্যানের বসতবাড়িতে থানা পুলিশের উপস্থিতিতে গুলি করার অভিযোগ উঠেছে।
গত বুধবার (২০ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশার ইউপি চেয়ারম্যান মো: রিদুয়ানুল ইসলাম সুমনের বসতবাড়ি ইছামতি আলীনগরে এ হামলার ঘটনাটি ঘটে।
চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলির বিষয়ে স্থানীয় লোকজনরা জানান, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল মোতালেবের নির্বাচনি প্রচারকাজে নিয়োজিত ১টি মাইক্রোবাস, ১টি ড্যাম্পার পিকআপ, পুলিশ পরিবহনে নিয়োজিত ১টি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইটি ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা যায়।
সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মো: সুমনের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় পুরো এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশও পাল্টা পাল্টি গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় আসামীদের দ্রুত আটকের চেষ্টা করছে পুলিশ।