চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় ব্যবসায়ী ও বিএনপি নেতা খুন হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ২ জন খুন হয়েছেন। এ দু’জনের মধ্যে একজন ব্যবসায়ী এবং অপরজন বিএনপির স্থানীয় নেতা। রবিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ২ জন খুন হয়েছেন। এ দু’জনের মধ্যে একজন ব্যবসায়ী এবং অপরজন বিএনপির স্থানীয় নেতা। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে এই খুনের ঘটনাটি ঘটে।
জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়িতে বাড়ি ফেরার পথে মো: আলমগীর নামে ১ যুবককে পেছন থেকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। তবে আলমগীরকে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। নিহত আলমগীর পেশায় একজন দোকানি ছিলেন। তিনি দক্ষিণ সোনাইছড়ি ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম বলেন, চৌধুরীঘাটা এলাকায় আলমগীরের ১টি খাবারের দোকান আছে। সেদিন রাতে কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হায়দার আলী মসজিদ এলাকায় মুরগির ফার্মের কাছে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা পেছন থেকে ছুরিকাঘাতে আমার ভাইকে জখম করে। তারা মোবাইল এবং টাকা-পয়সা কিছুই নিয়ে যায়নি।
জাহাঙ্গীর দাবি করছেন, পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে তার ভাইকে খুন করা হয়েছে সেটি তিনি বুঝতে পারছেন না।
তার আগে সেদিন সন্ধ্যা ৬টার সময় বারৈয়াঢালা এলাকায় মো: নুর মোস্তফা বজল নামে ১ গ্রাম্য সর্দারকে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। তিনি ২নং বারৈয়াঢালা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি।
পুলিশ জানান, চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে ঘটিত এ ২টি হত্যায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।