শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি, ১২ ডাকাত গ্রেপ্তার

বিশেষ সংবাদ

চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, গ্রেপ্তারকৃত ১২ জনই ডাকাত দলের সদস্য। সোমবার (১৩ মে) দিবাগত রাতে চট্টগ্রামের বহির্নোঙ্গর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলো, সিরাতুল মুসতাকিম (১৭), মো: ইমন (১৯), মো: ফয়সাল (২০), মো: আনোয়ার হোসেন (২৩), কামাল হোসেন (২৩), পিয়াস মন্ডল (২৩), মো: সালাউদ্দিন (২৬), মো: ইসলাম (২৭), মো: আলমগীর (৩০), মো: আরিফ (৩০), মো: আবু তাহের (৩২) ও মো: রাজু (৩৭)।

মঙ্গলবার (১৪ মে) বিকালে চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: সিয়াম-উল-হক জানান, একদল ডাকাত চট্টগ্রামের বর্হিনোঙ্গর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিসিজি বেইস চট্টগ্রামের একটি বিশেষ দল ছদ্মবেশে কয়েকটি বোটে করে বহির্নোঙ্গর এলাকায় অবস্থান করেন। পরে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বহির্নোঙ্গর থেকে ২ মাইল উত্তর-পূর্বে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

কোস্টগার্ডের অভিযানিক দল নৌকাটিকে থামানোর সংকেত দিলে নৌকাতে থাকা ব্যক্তিবর্গ কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে ১ ঘণ্টা ধাওয়া করে নৌকাটিকে থামানো হয়। এ সময় ১২ জন ডাকাত গ্রেপ্তারসহ ১১টি রামদা, ১টি শাবল, ১টি করাত, ১টি প্লায়ার, ১টি স্পেনার এবং ১২টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত দলের মূল হোতা মো: আকবরের আদেশে এবং মো: সালাউদ্দিনের নেতৃত্বে ডাকাত দল চট্টগ্রামস্থ কর্ণফুলী থানাধীন ইছানগর নতুন ব্রিজ ঘাট হতে নৌকাযোকে সোমবার রাতে ডাকাতির উদ্দেশে চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় যায়। এছাড়াও ডাকাত দল দীর্ঘদিন ধরে ডাকাতির কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলেও জানিয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

হাতে মেহেদি দিয়ে ‘এস’ লিখে কাকে ইঙ্গিত দিলেন পরীমণি?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিলেন। ঈদুল ফিতর উপলক্ষে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাতে মেহেদির রঙে বিশেষ এক অক্ষর...

জনপ্রিয়

অপরাধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা আহমেদ মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনাটি...

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার পর এতে বড় ধরনের পতন ঘটেছে। ট্রাম্পের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা আহমেদ মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল)...

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার...

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে এশিয়ার শেয়ারবাজারে ধস

যুক্তরাষ্ট্রের ১৮৫টি দেশ ও অঞ্চলের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। এতে বৈশ্বিক বাণিজ্য...

“ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন”: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...