চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের প্রধানসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব -১১। এর আগে রবিবার (২৩ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২৪ জুন) সকালে কুমিল্লাস্থ র্যাব-১১ এর উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, দালাল চক্রের প্রধান মো: ইয়াসিন (২৩), মুনকার আহমেদ রাজ (২২), মো: মামুন (৩৮), তানভীর হোসেন (২৩), রবিউল আলম (২৮), মোবারক হোসেন (৪০),
মো: শরীফ (৩৭), মো: শাওন (২৩), মো: অমিত হাসান (২৮), মো: নুরুল ইসলাম (২৬), তোফাজ্জল দেওয়ান (৫৫), সেলিম (৪০), রানা (৩৭), তামিম (২৩) মো: সাজ্জাদ হোসেন (১৯), ও আরমান (৩০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট অফিসে দালালি ও হয়রানির অভিযোগে রবিবার (২৩ জুন) অভিযান চালানো হয়। এ সময় দালাল চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের প্রধানসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১৮৩টি পাসপোর্টের ডেলিভারি স্লিপ, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার ২০০ টাকা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদুল হাসান।