ঝালকাঠির নলছিটিতে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো: রমজান হাওলাদারকে (১৭) আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভারানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি।
স্থানীয় ও পুলিশ জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দক্ষিণ রানাপাশা এলাকার নিজক বাড়িতে খাবার খেয়ে ছেলে মো: রমজান হাওলাদারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন বাবা মো: খলিলুর রহমান। গত শনিবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় ছেলে রমজান। পরেরদিন রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে রমজান পলাতক ছিল।
ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার, এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট করা হয়েছে। এ ঘটনায় ছেলে রমজান পলাতক ছিল। অভিযুক্ত রমজানের বাবা দীর্ঘদিন ধরে মায়ের ওপর শারীরিক নির্যাতন করে আসছিল।
তিনি আরও জানান, এ ঘটনার দিন রাতেও তার মাকে মারধর করেন বাবা খলিলুর রহমান। এতে ক্ষোভে রমজনা তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত রমজানের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।