ঝিনাইদহের মহেশপুরে নকল পিস্তল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (০৭ জুন) রাতে উপজেলার নাটিমা ঘোষপাড়ার ইমরান নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেন ও একই এলাকার সদ্দার পাড়ার মো: কামাল সদ্দারের ছেলে হাসান সদ্দার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেনের বাড়ীতে তল্লাশী চালিয়ে ১টি নকল পিস্তল, ১টি চাইনিচ কুড়াল, ২টি দা, ১টি শাবল, ১টি তালা ভাঙ্গার পাইব, গাজা তৈরীর সরঞ্জামসহ ইমরান হোসেন ও হাসান সদ্দারকে আটক করা হয়।
ঝিনাইদহের মহেশপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটকের বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।