ঝিনাইদহের মহেশপুরে ১৯৪ বোতল ফেনসিডিলসহ মো: আব্দুর রাজ্জাক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (০৪ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: আব্দুর রাজ্জাক গোপালগঞ্জ জেলার কাশীয়ানী উপজেলার ফলসী চরপাড়া গ্রামের মো: আব্দুর রউফ মোল্লার ছেলে।
ঝিনাইদহের মহেশপুরে এক মাদক কারাবারীকে গ্রেফতারের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর থেকে ঢাকাগামী ১টি পরিবহনে করে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে যাচ্ছে।
এ সময় আমাদের ১টি আভিযানিক দল সেখানে চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে তল্লাশি চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৭৬ হাজার টাকা। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।