ঝিনাইদহে ট্রাক প্রতীকের কর্মীর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মো: নজরুল ইসলাম দুলালের ১ জন কর্মীর বাড়িতে হামলা ও বাড়িঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় মো: আবুল কালাম আজাদ নামে ট্রাক প্রতীকের ১ জন কর্মী আহত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে শৈলকূপা পৌর এলাকার ঋষিপাড়ায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাক প্রতীকের কর্মী মো: আবুল কালাম আজাদকে নৌকা প্রতীকের প্রচার করার জন্য কিছুদিন ধরে হুমকি, ধামকি দিয়ে আসছিল স্থানীয় কাউন্সিলর মো: মাজেদুল হক চৌকা।
এমন প্রস্তাবে আজাদ রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আবুল কালাম আজাদের ওপর হামলা এবং তার বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করা হয়।
ভুক্তভোগী মো: আবুল কালাম আজাদ জানান, কাউন্সিলর চৌকার নেতৃত্বে শিপন, রিফাত, সেজান, সীমান্তসহ সংঘবদ্ধ ১টি দল আমার বাড়িতে হামলা চালিয়েছে। হামলাকারীরা আমার ছোট ভাইয়ের মোটরসাইকেল ও বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে আমি বাধা দিতে যাওয়ায় তারা আমার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
ঝিনাইদহে ট্রাক প্রতীকের কর্মীর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম চৌধুরী জানান, নির্বাচনী সহিংসতা রোধ করায় আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। হামলাকারীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে।