টাঙ্গাইলের সখীপুরে বস্তা ভর্তি এক মণ গাঁজার সঙ্গে ৪ নারীসহ ৫ জন মাদক কারবারিকে করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া বাজার এলাকার মোহাম্মদ আলী ওরফে সেনাপতির বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ১টি বস্তা ও ৩টি স্কুল ব্যাগে আনুমানিক এক মণ গাঁজা রয়েছে। আটককৃতদের মধ্যে ৪জন নারী ও ১জন পুরুষ। তাদের প্রত্যেকের বাড়ি বিভিন্ন জেলায়।
আটককৃতরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো: ছানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৬), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মো: শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা বেগম (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মো: মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), বাগেরহাটের দশানী এলাকার মো: ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩) ও শরীয়তপুরের নড়িয়া এলাকার মো: খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫)।
জানা যায়, প্রায় ১ মাস আগে ২ জন নারী কচুয়া বাজারের মোহাম্মদ আলী ওরফে সেনাপতির বাসাটি ভাড়া নেয়। ২ দিন আগে পিকআপে করে ১টি গাঁজা ভর্তি বস্তা ও কয়েকটি ব্যাগ ওই বাসায় নিয়ে আসে।
টাঙ্গাইলের সখীপুরে বস্তা ভর্তি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটকের বিষয়ে, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ ৫জন মাদক কারাবারীকে আটক করা হয়েছে। বাস্তা ভর্তি গাঁজা গাজীপুর জেলা থেকে সখীপুরে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।