টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের পানছুড়িপাড়া এলাকায় র্যাবের একটি ইউনিট অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পানছড়িপাড়ার মো: ইলিয়াছের ছেলে মো: সোহেল (২২)।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ এ বিষয়ে মো: আবু সালাম জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে র্যাব-১৫ গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার মো: ইলিয়াছের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মো: সোহেল নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং অপর এক মাদক কারবারি কৌশলে দ্রুত ঘটস্থল থেকে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত ব্যক্তির তথ্যমতে তল্লাশি করে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহেল এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।