দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা লিটন নামের ফেনীর এক যুবক খুন হয়েছেন। নিহত লিটন দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগৎপুর এলাকার মো: এবাদুল হকের ছেলে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে জোহানেসবার্গে লিটনের দোকানের সামনে চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানায় নিহতের পারিবার।
নিহতের চাচাতো ভাই মো: সবুজ বলেন, শুক্রবার রাতে লিটন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে চাঁদা দাবি করে। পরে লিটন চাঁদা না দিয়ে দৌড়ে একটি গাড়িতে ওঠার চেষ্টা করলে তাঁরা তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা শওকত মাহমুদ বলেন, ২০১৩ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। সেখানে দোকান চালিয়ে মোটামুট ভালোই আয় করতেন। আগমি ফেব্রুয়ারি মাসে তার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। কিন্তু তার পরিবারের সেই আশা পূরণ হলো না।
দাগনভূঞার পৌর মেয়র মো: ওমর ফারুক খান বলেন, লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছেঅ তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা কামনা করেন তিনি।