নওগাঁর মান্দায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুকুরের মালিক মো: আব্দুল মতিন বাদি হয়ে সোমবার (০৮ এপ্রিল) মান্দা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো, একই গ্রামের মো: হুমায়ন কবীর, সোলাইমান হোসেন ও মো: রায়হান হোসেন।
এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রায়হান হোসেন জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ আব্দুল মতিনদের সাথে আমাদের বিরোধ চলছে। এসব বিষয় নিয়ে আদালতে মামলাও চলছে। নিজেরাই পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে।
নওগাঁর মান্দায় পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার হবে।