নওগাাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৪ নারীসহ ১৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, অর্থজারী মামলার সাজাপ্রাপ্ত আসামী মহাদেবপুর সদর উপজেলার মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ, মহাদেবপুর থানায় মামলার আসামী হাতুড় ইউনিয়নের মহিষবাথান বামনদহ গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হোসেন আলী এবং এনায়েতপুর ইউনিয়নের দেবরপুর গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে শহিদুল ইসলাম।
এছাড়াও আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে মহাদেবপুর মধ্যবাজারের বাবলু হোসেনের ছেলে পাপ্পু হোসেন, ভীমপুর ইউনিয়নের পাতনা গ্রামের মৃত ফুলজানের ছেলে আফজাল হোসেন ও আফজাল হোসেনের ছেলে মিন্টু ওরফে পিন্টু, এনায়েতপুর ইউনিয়নের মৃত মেহের আলীর ছেলে মজির উদ্দিন, কালু শহর গ্রামের নাসির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম, চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামের শ্রী সুনীল পাহানের ছেলে শ্রী সুমন্ত পাহান, উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী দেলোয়ারা বেওয়া, পাতনা গ্রামের আফজাল হোসেনের স্ত্রী মিনা বেগম, বেলঘরিয়া গ্রামের শ্রী নিতাই চন্দ্রের স্ত্রী শ্রমতি শর্মা রাণী ও নারায়ন চন্দ্রের স্ত্রী শ্রীমতি আদরী রাণী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানা পুলিশ ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।