নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবক ফয়সাল হত্যা মামলায় অপূর্ব চন্দ্র দাস নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এসময় মামলা থেকে খালাস দেওয়া হয় আরও ৩ জনকে। সোমবার (২৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: আমিনুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপূর্ব চন্দ্র দাস উপজেলার ঋষিপাড় এলাকার নিতাই চন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের (২৬ জানুয়ারি) রাতে পিরোজপুরের মামার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ফয়সাল আহামেদ। এ ঘটনায় তার স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে ফয়সালের খোঁজে নামে পুলিশ ও র্যাব। এসময় তথ্য প্রযুক্তির ব্যবহার করে ২দিন পর আটক করা হয় অপূর্বকে।
পরে প্রাথমিক জিঙ্গাসাবাদে তার দেওয়া তথ্যমতে উপজেলার লাহাপাড়া খাল থেকে ফয়সালের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপূর্বসহ ৪ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের মামা। সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় মামলার প্রধান আসামি অপূর্ব।
আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে ফয়সালকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার অপরাধে আসামি অপূর্বকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে অপর ৩ জনকে।