ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক নারী পুলিশ সদস্যকে মারধর করে ৫ হাজার টাকা ছিনতাইকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। আটককৃত শিক্ষার্থীর নাম মো: আজহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান।
শাহবাগ থানা সুত্রে জানা গেছে, রবিবার রাতে গোপালগঞ্জে কর্মরত নারী পুলিশ সদস্য জেসমিন ও তার ভাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেড়াতে আসেন। এসময় ঢাবির শিক্ষার্থী আজহা ও তার কয়েকজন বন্ধু মিলে জেসমিন ও তার ভাইকে উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তাদের গায়ে হাত তোলেন। পরে জেসমিনের কাছে থাকা ৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়া নেওয়ার করেন। পরে হাতাহাতির এক পর্যায়ে নারী কনস্টেবল জেসমিন, আজহাকে ধরে ফেলেন। তখন আজহার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় শিক্ষার্থী আজহাকে শাহবাগ থানায় হস্তান্তর করে জেসমিন।পরে আজহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন তিনি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিজুর রহমান বলেন, এ ঘটনায় নারী পুলিশ সদস্য জেসমিন একটি লিখিত অভিযোগ দায়ের করলে আমরা ওই শিক্ষার্থীকে গ্রেফতার করি। এছাড়াও ঢাবির অভিযুক্ত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে যারা রয়েছেন তাদের খুব দ্রুতই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।