নীলফামারীতে একটি বেসরকারি হাসপাতাল থেকে মো: ফারুক হোসেন রুবেল (৪৬) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। আটককৃত ফারুক হোসেন রুবেল রংপুর সদরের নীলকণ্ঠ এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলা সিভিল সার্জন ডা: মো: হাসিবুর রহমান এবং সহকারী কমিশনার মো: রিয়াজ উদ্দিন আহমেদ মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে অভিযান চালায়। তখন ডায়াগনস্টিক ক্লিনিক থেকে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ডায়াগনস্টিক সেন্টারটিও ১ মাসের জন্য সিলগালা করা হয়েছে।
নীলফামারীতে এক ভুয়া ডাক্তার আটকের বিষয়ে ডা. মো: হাসিবুর রহমান বলেন, ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল মেডিসিন ও নিউরো বিশেষজ্ঞ ডা: মো: রবিউল ইসলাম নামে নিজেকে পরিচয় দেয়। এমন পরিচয় দিয়ে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে রোগী দেখেন।
অনলাইনে রেজিস্ট্রেশন চেক করলে তার ছবি, নাম এবং বাবার নামে গড়মিল ধরা পড়ে। পরবর্তীতে তিনি নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।