নেত্রকোণায় ইয়াবা ও নেশার ট্যাবলেটসহ যুবলীগ নেতা শরীফ মাহমুদ সুমনকে (৪৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কালমান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমনের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ৪৮ পিস ট্যাপেন্টাডল নেশার ট্যাবলেটসহ মাদক বিক্রির ৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃত শরীফ মাহমুদ সুমন কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। মনতলা গ্রামের মো: সাহেব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, যুবলীগ নেতা সুমন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বের ৪টি মাদকের মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর বাড়ির সামনে সুমনকে পেয়ে তার দেহ তল্লাশি করে এসব মাদক পায় পুলিশ। এ সময় তার বাড়ি তল্লাশি করার জন্য পুলিশ রওনা হলে সুমন ‘পুলিশ আসছে’ বলে চিৎকার করে তার স্ত্রীকে সতর্ক করে দেয়। চিৎকার শুনেই বাড়ির দরজা বন্ধ করে দেয় তার স্ত্রী। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে দেন তিনি। যদিও পরে তার বাড়ি তল্লাশি কোনো মাদক পায়নি পুলিশ।
নেত্রকোণায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতারের বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফুল হক জানান, বৃহস্পতিবার রাতেই সুমনের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেলণ করা হয়েছে।