নেত্রকোণার দুর্গাপুরে বালুর ট্রাকে করে পাচারকালে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ট্রাক চালক মো: ফুরকান মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফুরকান উপজেলার কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন খবরের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার আত্রাখালি ব্রিজের নিকট থেকে ১টি ড্রাম ট্রাকে করে পাচারকালে থানা পুলিশ ৮৮ মদ বোতল মদ উদ্ধারসহ চালককে গ্রেপ্তার করে।
নেত্রকোণার দুর্গাপুরে বালুর ট্রাক থেকে মদ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে ১টি ড্রাম ট্রাক দুর্গাপুরের পৌর এলাকায় বালুর ঘাটে যাচ্ছিলো বালু তুলতে। গোপন সংবাদ পেয়ে দুর্গাপুরের সার্কেল এসপি মো: আক্কাছ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব এবং উপ-পরিদর্শক (এসআই) শাহজাহানের নেতৃত্বে ওই ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাকের নিচে থাকা বস্তা উদ্ধার করে সেই বস্তার ভিতরে থাকা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮টি মদের বোতল উদ্ধার করে জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ট্রাক চালক ফুরকান মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।