পঞ্চগড়ে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত হয়েছেন। পঞ্চগড়ের সদর উপজেলায় দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের পিটুনিকে বড় ভাই মো: ইয়াকুব আলীর (৮৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকালে সাতমেড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো: ইয়াকুব আলী সেই এলাকার মো: আফসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, ইয়াকুব আলীর সাথে তার ছোট ভাই আব্দুল মমিনের (৬৫) জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে গ্রামে কয়েকবার সালিশও হয়। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ২ পরিবারের সদস্যরা ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় ছোট ভাই আব্দুল মমিনের পিটুনিতে বড় ভাই মো: ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাতমেড়া (ইউপি) চেয়ারম্যান মো: রবিউল ইসলাম রবি জানান, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। তাদের মধ্যে মারামারিও হয়। এতে ঘটনাস্থলেই মো: ইয়াকুব আলী মারা গেছেন বলে শুনেছি।
পঞ্চগড়ে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহতের বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রঞ্জু আহম্মেদ জানান, চলাচলের রাস্তা নিয়ে ২ ভাইয়ের মধ্যে বিরোধ হয়। এক পর্যায়ে তারা ২ ভাই সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই মো: ইয়াকুব আলী মারা জান বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।