টাঙ্গাইলের সখিপুরে প্রবাসীর স্ত্রীকে মারধর করায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার মোহাম্মদ নূরে আলম মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নওরীন করিম দু’পক্ষের শুনানি শেষে এ রায় দেন।
প্রবাসীর স্ত্রীকে মারধরের বিষয়ে টাঙ্গাইল পুলিশের আদালত (কোর্ট ইন্সপেক্টর) পরিদর্শক মো: তানভীর আহমেদ জানান, অভিযুক্ত নূরে আলম মুক্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে নূরে আলম মুক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মারধরের শিকার ওই গৃহবধূ জানান, ওই ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার আগাম জামিনের জন্য আদালতে গিয়েছিলেন। এ কথা শুনে আমি শুনানি শেষ হওয়ার আগেই আদালতে পৌঁছে ছিলাম। আমাকে মারধর করার ভিডিওটি দেখালে আদালত অভিযুক্ত চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত শনিবার (২ মার্চ) বিকেলে পারিবারিক বিরোধের জের ধরে তুচ্ছ এক ঘটনায় ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা তার প্রতিবেশী ওই গৃহবধূকে (৩৫) ভীষণ মারধর করে। আরেক প্রতিবেশী মো: রুবেলকে (৩৭) সঙ্গে নিয়ে চেয়ারম্যানের ওই গৃহবধূকে মারধর করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দিন মারধরের শিকার ওই নারী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।